পৃষ্ঠাসমূহ

বুধবার, ২ মে, ২০১৮

একদিন একরাত (কবিতা)

..
একদিন দূরের ঐ পাহাড়ে
একদিন দূর মেঘের দেশে
একদিন অন্ধকার গুহায়
একদিন ঝর্নার পাদদেশে
একদিন হাত ধরে পাশাপাশি
একদিন সমুদ্রের লোনা জলে
একদিন সকাল দুপুর বিকেল
একদিন পাখি হয়ে জলে স্থলে।

চুপিসারে চেয়েছিলে সমুদ্র স্নান
হাঁটবে পায়ে পা রেখে বালুচরে
জীবনের অপ্রাপ্তিগুলো অম্লান
সাজিয়ে নেবে অন্দরে বন্দরে।

একটি রাত বাসে দুরু দুরু বুকে
ঢুলুঢুলু আঁখে কাঁধে কাঁধ রেখে
একটি রাত দূর পার্বত্য নগরে
খুনসুটিতে কাটে প্রিয়মুখ দেখে
একটি রাত ট্রেনে আলো-আঁধারে
মুগ্ধ উচ্ছ্বাসে অধরে অধর মেখে
একটি রাত জোছনাতরী ভেসে
কেটে যাবে নিশ্চুপ ভালোবেসে।

সুপ্ত বাসনায় নিকোটিন আদরে
ছোঁয়াতে চেয়েছিলে উষ্ণ ঠোঁট
অনভ্যস্ত চুম্বনে নিঃশেষ ধোঁয়ায়
খুঁজে নিলে প্রেমের আঁখরোট

একদিন ভোরবেলা অরুণাচলে
একদিন সূর্যস্নানে কাটবে বেলা
একদিন সারাদিন উড়ো রিক্সায়
একদিন নীড়ে ফেরা সন্ধ্যাবেলা
একদিন বুড়িগঙ্গার কালোজলে
একদিন ডিঙি নৌকায় মনটানে
একদিন জামদানি শুভ্র আঁচলে
একদিন এলোচুলে উন্মাদ ঘ্রাণে।

এভাবে একদিন একদিন করে
যেদিন অন্যদিনের সময় হবে
এক বিকেল শেষে একটি রাত
জোস্না খুঁজবে নিস্তব্ধ অনুভবে
অচেনা সেই মুহূর্তে অজানায়
মুখোমুখি হবো মন আয়নায়।

©---জুআ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন